ঘুষের টাকা বাংলা কবিতা Ghuser Taka Bangla Poem

ঘুষের টাকা বাংলা কবিতা - Ghuser Taka Bangla Poem

মোঃ রিফাত আলী মিথুন


ঘুষের টাকা খাইতে খাইতে

এমন অভ্যাস হয়েছে ভাই ,

ঘুষের টাকা বকশিস বলে

খেয়ে যায় রে হরহামেশাই ।


মানুষের বিপদের সুযোগ নিয়ে

তাদের পকেট করো খালি ,

সামনে তোমায় স্যার বলে

পিছনে দেয় হাজার গালি ।


ওই টাকায় লেগে থাকে চোখের পানি

কত স্বপ্নকে তুমি দেও রে বলি ,

টাকার জন্য অন্ধ তুমি

এখন বিবেকের বালাই নাই ।


ঘুষের টাকা খাওয়ালে সন্তান

হবে না রে কোনদিন মানুষ ,

শেষ বয়সে তোর অভিশাপে

হবে নানা অসুখ বিসুখ ।


শান্তি পাবিনা দুনিয়াতে

কি হবে তোর আখেরাতে ,

কবি কয় ঘুষ অভিশাপ

মেহনত করে যা পাই খাই ।

ঘুষের টাকা বাংলা কবিতা Ghuser Taka Bangla Poem


Post a Comment

Previous Post Next Post