স্বপ্নময় ডায়েরি
মোঃ রিফাত আলী
পুলকিত মন আজ রঙিন স্বপ্ন বুনে,
স্বপ্নেরা দেয় সারা,জীবন নামের ভেলা!
ইচ্ছা সমান স্বপ্ন দেখি,স্বপ্ন বরাবর;
স্বপ্নেরা সব সত্যি হবে,ডায়েরির পাতায়!
স্বপ্ন নয় সত্যি তবে,যেগে দেখি যাহা;
স্বপ্ন কবু স্বপ্ন-ই রয়,কল্পনার-ই মাঝে!
স্বপ্নময় রাত, গহীন অন্ধকার;
স্বপ্ন আমি দেখি তাহা,আত্মা শান্তির মায়া!
ডায়েরির পাতায় একে রেখেছি,জীবন স্বপ্নের ছবি;
ডাকপিওন হয়ে স্বপ্ন আসবে,সময়ের-ই ঘাটে!
স্বপ্ন তবে স্বপ্না-ই তাহা,স্বপ্ন ছুই ছুই;
স্বপ্নময় ডায়েরি আমার,স্বপ্ন-ই সাজাই!
স্বপ্নময় ডায়েরি Sopnomoy Diary bangla poem |
Post a Comment