কবিতা: সেই নীল আকাশে।
নাম: রাসেল আহমেদ
সেই নীল আকাশে,সেই নীল আকাশে
সাদা কালো মেঘ আছে যে,ভেসে
বেলা শেষে,সূর্য অস্ত যায় ।
রাখাল ছেলেটাও তার গরু নিয়ে,
নিজে গৃহে ফিরতে ব্যস্ত।
সেই নীল আকাশে,সেই নীল আকাশে।
নদীর মাঝে রহিম মাঝি
বৈঠা চালায় মনের আনন্দে।
সেই নীল আকাশে
সকালের সেই অন্নছাড়া পাখিরাও,
নিজ গৃহে ফিরতে ব্যস্ত।
সেই নীল আকাশে,সেই নীল আকাশে
দক্ষিণের সেই পাগলা হাওয়াতে
জানালাটা একটু ফাঁকা করে;
গ্রামের ঐ মতি মিয়া আজও
বসে আছে নিরবে।
চশমাটা একটু উঁচু করে
সেই নীল আকাশের দিকে তাকিয়ে ,
ভাবছেন তিনি আপন মনে
কিছু একটা খুঁজবে বলে৷
সেই নীল আকাশে,সেই নীল আকাশে;
পূর্নিমার চাঁদাটা আজ উঠবে ভেসে
লক্ষ তারা জ্বলবে সেই নীল আকাশে।
Post a Comment