মা
জাকিয়া পারভীন বন্যা
বিরামপুর, দিনাজপুর
তোমার জন্য দেখছি আমি
এই পৃথিবীর রুপ মা'গো ,
তাই তো ভোলা যায় না
মা' তোমার দেওয়া সুখ ।
তোমায় নিয়ে হাঁসি-কাঁদি
তোমায় নিয়ে স্বপ্ন দেখি ,
তোমায় ছাড়া আমায় একলা লাগে
কেন লাগে মা'গো জনম ভরা দুখ ।
আসমান ভরা তারার মাঝে
মা'গো কোথায় পাবো তোমায় খুঁজে
তুমি আছো আসমান জুড়ে ;
আমি আছি পৃথিবীর বুকে
এই নিষ্ঠুর পৃথিবীতে থাকবো না, মা
যাবো আমি তোমারই কাছে ।
Post a Comment